পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন প্রতিষ্ঠানকে বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশন। 

ব্যাংক তিনটি হলো- ব্র্যাক ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড এবং ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। এই টাকায় ব্যাংকগুলো টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

বিএসইসির ৮৮৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত। সভায় প্রতিষ্ঠান তিনটির আবেদন পর্যালোচনা করে কমিশন অনুমোদন দেয়।

ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটি নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দেওয়া হয়।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্‌-বাংলা ব্যাংককে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। বন্ডটি হবে নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল ও আন-সিকিউরড ফোর্থ সাব-অর্ডিনেটেড বন্ড। 

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এছাড়াও ২০০৩ সালে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডকে ৪০০ কোটি টাকা বন্ড অনুমোদন দেওয়া হয়। ব্যাংকটি বন্ডটির ধরন হলো আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। এই ব্যাংকটিও বন্ডের টাকায় টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে। 

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এমআই/জেডএস