রাইস ব্রান এবং ক্রোড অয়েলের উৎপাদন বাড়াবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড। এই লক্ষ্যে কোম্পানিটি যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি সই করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে এই চুক্তি সই হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তিটি বাস্তবায়ন হলে দিনে কোম্পানির ৬০০ টন তেল উৎপাদন বাড়বে। তাতে বছরের ৯০০ কোটি টাকার পণ্য বিক্রি করতে পারবে। ফলে বছরে নতুন করে ৩০ কোটি টাকার মুনাফা বাড়তে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, চুক্তি অনুসারে ফিনিশড রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে। উৎপাদিত এই পণ্য দেশীয় বাজারের পাশাপাশি জাপানের মার্কেটে রপ্তানি করা হবে।

২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। সেই শেয়ার বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৬ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের নামমাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লোকসানে ছিল।

৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধিত মূলধনী কোম্পানির বর্তমান মূল্য ৮৩৮ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার টাকা। কোম্পানিটির ৯৩ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

এমআই/এসকেডি