মুনাফা বেড়েছে সিঙ্গার বিডির
গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির প্রথম তিন মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৬২ পয়সা।
বিজ্ঞাপন
রোববার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
একই সময়ে কোম্পানিটির অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে (এওসিএফপিসি) ঋণাত্মক ১৬ টাকা ১২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১৫ টাকা ৩৭ পয়সা।
বিজ্ঞাপন
সব মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৪ পয়সা। যা ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিল ৩৪ টাকা ৬৬ পয়সা।
কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ৭৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৬ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটির ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি শেয়ার রয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার বিডি।
এমআই/জেডএস