শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানে না বিমা খাতের দুই প্রতিষ্ঠান দেশ জেনারেল ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রোববার (১৮এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিগুলো। 

কোম্পানিগুলোর মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার চলতি মাসের ৪ এপ্রিল ১৫ টাকা ৫ পয়সা থেকে ১০ টাকা ২ পয়সা বেড়ে ১৫ এপ্রিল পর্যন্ত দাঁড়িয়েছে ১২৫ টাকা ৭ পয়সায়।

বিমা খাতের অপর কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২৯ মার্চ তালিকাভুক্ত হওয়ার পর থেকেই দাম বেড়ে চলেছে। ১০ টাকা অভিহিত মূল্যের এই কোম্পানিটির শেয়ার গত ১৫ এপ্রিল ২৩ টাকা বেড়ে ৩৩ টাকা ৪ পয়সায় দাঁড়িয়েছে।

এছাড়া এমারেল্ড অয়েলের ১৪ টাকা ৫০ পয়সা থেকে সপ্তাহের ব্যবধানে ৩ টাকা ৮০ পয়সা অর্থাৎ ২৬ দশমিক ২১ শতাংশ বেড়ে ১৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

সম্প্রতি কোম্পানি তিনটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ। উত্তরে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়।

মূলত শেয়ারহোল্ডারদের সতর্ক করার উদ্দেশে ডিএসই জানিয়েছে, কোম্পানি তিনটির শেয়ারের দাম কোনো কারণ ছাড়াই বাড়ছে। এখানে কারসাজি চক্র জড়িত থাকতে পারে। বিনিয়োগকারীরা যাতে জেনে বুঝে বিনিয়োগ করেন সেই পরামর্শ দিয়েছে ডিএসই।

কোম্পানি তিনটির মধ্যে ১৯৯৫ সালে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বোরবার ২০ পয়সা কমে ২৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

অপরদিকে এমারেল্ড অয়েলের শেয়ারের দাম ৪০ পয়সা কমে ১৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। তবে বিপরীত চিত্র ছিল দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের। এই কোম্পানিটির শেয়ারের দাম আজও বেড়েছে। এদিনও ১ টাকা ৩ পয়সা বেড়ে ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।  

এমআই/জেডএস