চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে রানার অটোমোবাইলস লিমিটেডের। মুনাফা বেড়েছে বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডেরও (বিএনআইএল)।

সোমবার (২৬মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি-মার্চ' ২১ সালের তৃতীয় প্রান্তিকে রানার অটোমোবাইলসের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫৫ পয়সা।

তবে জুলাই ২০-মার্চ ২১ সময়ে অর্থাৎ প্রথম তিন প্রান্তিকে রানারের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ তিন প্রান্তিকে মুনাফা কমেছে ২৪ পয়সা। ৩১ মার্চ ২০২১ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৮৯ পয়সা।

অপরদিকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) ‌শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা ছিল। অর্থাৎ ৩৬ পয়সা বেড়েছে।

একই সময়ে প্রতিষ্ঠানিটর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২২ পয়সা।

এমআই/জেডএস