সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭মে) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যে দিয়ে চলছে লেনদেন। গতদিনের মতো আজও ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দামবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংক-আর্থিক খাতের পাশাপাশি মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামও বেড়েছে। তবে লেনদেনের শুরুতে বেশিরভাগ কোম্পানির দর কমতে দেখা গেছে।

এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৯০ লাখ ৯৬ হাজার টাকার। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে ডিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৫ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সকাল ১১টা পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫৫ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে সিএসই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এমএইচএস