পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ার দর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য কোম্পানিটি বলছে, তারা এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানে না। এ তথ্য জানিয়ে বুধবার (২৭ আগস্ট) বিনিয়োগকারীদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তথ্য অনুযায়ী, বিকন ফার্মার অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন চিত্র বিশ্লেষণ করে মঙ্গলবার (২৬ আগস্ট) কোম্পানির কাছে কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ। যার জবাবে কোম্পানিটি জানিয়েছে, তদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যাকে কেন্দ্র করে শেয়ারের দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ সংক্রান্ত সতর্ক বার্তা প্রকাশ হওয়ার পর কোম্পানির শেয়ারদর নিম্নমুখী দেখা গেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ারটি বিক্রির চাপ বাড়াচ্ছেন।

বিকন ফার্মার বাজার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ১২ আগস্টের পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। ওইদিন শেয়ারদর ছিল ১০৬ টাকা ৭০ পয়সা। গতকাল লেনদেন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১০ কার্যদিবসের ব্যবধানে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৩৪ টাকা ৮০ পয়সা বা ৩২ দশমিক ৬২ শতাংশ।

এদিকে ১২ আগস্টের পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে গত সোমবার কোম্পানির শেয়ার সর্বোচ্চ পরিমাণ লেনদেন হয়েছে। ওইদিন মোট ২৩ লাখ ৯৭ হাজার ৯১৪টি শেয়ার হাতবদল হয়।

জেডএস