দিনের শুরুতে ডিএসইতে সব সূচকের বড় উত্থান, লেনদেন ৪০০ কোটি ছাড়াল
স্ক্রিনশট / ডিএসই ওয়েবসাইট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবগুলো মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে প্রায় ৪ গুণ দাম বেড়েছে সিকিউরিটিজের। লেনদেনের গতিও বেড়েছে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকার বেশি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৬ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়ে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ পয়েন্টে উঠেছে এবং ডিএসই শরীয়াহ সূচক দশমিক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে।
বিজ্ঞাপন
এ সময় পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৩টির। বিপরীতে কমেছে ৬৮টির। আর ৬০টির দর অপরিবর্তিত ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটিতে মোট ৪০১ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩২৬ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির শেয়ার। এ সময় পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির ২১ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার সিকিউটিজ লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটির লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারের, যার পরিমাণ ১২ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা।
এমজে