বড় পতনের দিনে লেনদেনেও ভাটা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির সবগুলো সূচকই ২ শতাংশের কাছাকাছি কমেছে। লেনদেনে অংশ নেওয়া যেকটি শেয়ারের দাম বেড়েছে, তার সাড়ে ৪ গুণ সংখ্যকের দাম কমেছে। বিশেষ করে বাছাই করা ৩০ শেয়ারের সূচকে বড় পতন হওয়ায় প্রধান সূচকেও তার নেতিবাচক প্রভাব পড়েছে। আর সার্বিক লেনদেনেও কিছুটা ভাটা পড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় প্রায় ৯০ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ কমে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে নেমেছে। সোমবার লেনদেন শেষে যা ছিল ৫ হাজার ৬২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২১ পয়েন্ট কমে ১ হাজার ২০৪ পয়েন্টে নেমেছে। গতকাল যা ছিল ১ হাজার ২২৫ পয়েন্টে।
বিজ্ঞাপন
এদিন তুলনামূলকভাবে সবচেয়ে বড় পতন হয়েছে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকে। মাত্র ৩০ কোম্পানি নিয়ে গঠিত এই সূচকটি কমেছে ৩৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ। আজ লেনদেন শেষে সূচকটি ২ হাজার ১৫৩ পয়েন্টে নেমেছে। আগের দিন যা ছিল ২ হাজার ১৯২ পয়েন্টে।
সূকটিতে এত বড় পতন হওয়ার কারণ বিশ্লেষণে দেখা গেছে, এদিন বাছাই করা ওই ৩০ কোম্পানির মধ্যে ২৯ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। ডিএসইর সার্বিক সূচকে ওই ৩০ কোম্পানির ভূমিকা অনেক বেশি হওয়ায় এই পতন সার্বিকভাবে বাজারকে বড় হোঁচট দিয়েছে। আজকের বাজারকে এতটা টেনে নামাতে সবচেয়ে বেশি নেতিবাচক অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ালটন, ইউনিট হোটেল, রবি ও বিকন ফার্মার শেয়ার।
বিজ্ঞাপন
মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৮টির। বিপরীতে কমেছে ৩০৫টির। আর ২৮টির দর অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ মোট ১ হাজার ১৭২ কোটি ২৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ২২৮ কোটি ৫৭ লাখ টাকা।
আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির মোট ৫০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গতকাল মোট ৭৪ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা পিএলসি। আজ অবশ্য ৩৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি।
ডিএসইর লেনদেন তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স অ্যান্ড পিপি ওভেন ব্যাগ লিমিটেড। এই কোম্পানির মোট ২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে যথাক্রমে- সিটি ব্যাংক, এনার্জিপ্যাক, এমজেএল বাংলাদেশ, ট্রাস্ট ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইটি কনসালট্যান্ট এবং মালেক স্পিনিংয়ের শেয়ার।
এমএমএইচ/জেডএস