দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকার এই পুঁজিবাজারে ৯ কার্যদিবস পর হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রকৌশল খাত। আর আজকের লেনদেনে সবচেয়ে বেশি পতন হয়েছে জীবন বিমা খাতে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ সূচকের পতনে বড় মূলধনি কোম্পানিগুলো সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, ওয়ালটন, রবি, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এমজেএল বাংলাদেশ, বেস্ট হোল্ডিংস এবং বিএটিবিসির শেয়ার বেশি নেতিবাচক ভূমিকা পালন করেছে।

বুধবার ডিএসইর লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রকৌশল খাত, যা ছিল ১০৭ কোটি ৬৭ লাখ টাকা। ওষুধ ও রসায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে, যার পরিমাণ ১০৭ কোটি ৩ লাখ টাকা। ৮৯ কোটি ১৯ লাখ লেনদেনের মাধ্যমে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এছাড়া তথ্য ও প্রযুক্তি খাতে ৭৭ কোটি ১২ লাখ, ব্যাংক খাতে ৬৭ কোটি ৫৯ লাখ এবং জীবন বিমা খাতে ৬৬ কোটি ৮৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের সিকিউরিটিজের সবগুলো খাতেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বিমা খাতে, যা ছিল ৫ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া, তথ্য ও প্রযুক্তি খাতে ৪ দশমিক ২ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ৩ দশমিক ৬ শতাংশ, সিরামিক খাতে ৩ দশমিক ৬ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৩ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

একক কোম্পানি হিসেবে আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকার রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৪২ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৩৯ লাখ টাকার। ৩১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলো হলো- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ডমিনেজ স্টিল বিল্ডিং, ই-জেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেড।

আজ তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে, যা শতকরা হিসাবে ৯ দশমিক ৯৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। আর শেয়ারদর ৫ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় অবস্থায় রয়েছে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি। এ ছাড়া, ধারাবাহিকভাবে দেশবন্ধু পলিমার, বিবিএস ক্যাবলস, জিকিউ বলপেন, ডমিনেজ স্টিল, এপেক্স স্পিনিং, বাংলাদেশ অটোকারস এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর বেশি বেড়েছে।

বুধবার সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের, যা শতকরা হিসাবে ৯ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া, ধারবাহিকভাবে রূপালী লাইফ, জেনারেশন নেক্সট, ইনটেক লিমিটেড, ই-জেনারেশন, প্রাইম ইসলামী লাইফ, দুলামিয়া কটন, আমরা টেকনোলজিস, বিডিকম অনলাইন এবং প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারদর বেশি কমেছে।

এমএমএইচ/এমজে