পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের কারখানায় টানা পাঁচ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। তীব্র অর্থ সংকটে কোম্পানিটির কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কারখানায় উৎপাদন আরো পাঁচ মাস বন্ধ থাকবে বলে জানা গেছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুযায়ী, এপেক্স ওয়েভিংয়ের কারখানা চলতি বছরের ১৩ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। প্রথম দফায় বন্ধের সময় কোম্পানিটি জানায়, গ্যাস সংযোগ বিছিন্ন হওয়ার কারণে তাদের কারখানা ১ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরর্বতীতে এটি পাঁচ দফায় আরো ৪ মাস বাড়ানো হয়। এই সময়ের মধ্যে গ্যাস সংযোগের পাশাপাশি কারখানার বিদ্যুৎ সংযোগও বিছিন্ন হওয়ার তথ্য জানায় কোম্পানিটি।  

সর্বশেষ গত মাসের ১৩ আগস্ট ডিএসইকে কোম্পানিটি জানায়, তাদের কারখানা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে কোম্পানির উৎপাদন টানা ১০ মাস বন্ধ থাকছে। 

এর আগে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কোম্পানিটিকে পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট ঠেলে দেওয়া হয়। পরবর্তীতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এপেক্স ওয়েভিংসহ ৪টি ওটিসির কোম্পানি ও নতুন দুটি ছোট মূলধনী কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। এখন এই কোম্পানিটিতে পুনরায় দীর্ঘ সময়ের জন্য উৎপাদন বন্ধ থাকতে যাচ্ছে।

তথ্য মতে, ১৯৯৫ সালে অ্যাপেক্স ওয়েভিং দেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার সংগ্রহ করে। পরবর্তী সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নিয়মিত লভ্যাংশ না দেওয়ায় এবং উৎপাদন বন্ধ থাকায় ২০০৯ সালে ওটিসি মার্কেটে স্থানান্তরিত হয়।

এমএমএইচ/এমএসএ