পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্যদিকে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পর্ষদ ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই তথ্য জানিয়েছে ব্যাংক দুটি।

তথ্য অনুযায়ী, এনসিসি ব্যাংকের বন্ডটির বৈশিষ্ট্য হবে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ড-টু’। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই বন্ডটির ইউনিট ইস্যু করা হবে। বন্ডটি ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করে ব্যাংকের ‘ব্যাসেল-থ্রি’র অধিনে ‘টিয়ার-টু’ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকও তাদের ‘ব্যাসেল-থ্রি’র অধিনে ‘টিয়ার-টু’ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, তারা সাত বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেটবিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যু করে তারা ৮০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।  

এমএমএইচ/বিআরইউ