বিএসআরএম গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটির মধ্যে বিএসআরএম (বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস) লিমিটেড তাদের বিনিয়োগকারীদের ১৪৯ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিএসআরএম স্টিলস লিমিটেড তাদের বিনিয়োগকারীদের প্রায় ১৮৮ কোটি টাকা নগদ লভ্যাংশ হিসেবে দেবে। ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি দুটির পৃথক পরিচালন পর্ষদ।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটির আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় ওই আর্থিক প্রতিবেদন অনুমোদন ও লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিএসআরএম লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১৪ কোটি ১৯ লাখ টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ৪৩২ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ১৮১ কোটি ৮৫ লাখ টাকা বা ৪২ শতাংশের বেশি। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ১৪ টাকা ৪৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এই হিসেবে শেয়ারপ্রতি ৫ টাকা হারে কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের মোট ১৪৯ কোটি ২৯ লাখ টাকা নগদ লভ্যাংশ হিসেবে দেবে। অর্থাৎ আলোচিত অর্থবছরে অর্জিত মুনাফার মাত্র ২৪ দশমিক ৩০ শতাংশ কোম্পানিটি লভ্যাংশ হিসেবে বণ্টন করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৭৫ দশমিক ৭০ শতাংশই কোম্পানির সংরক্ষিত মুনাফা তহবিলে যোগ হবে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ হারে মোট ১০৪ কোটি ৫০ লাখ টাকা লভ্যাংশ হিসেবে বণ্টন করেছিল।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে বিএসআরএম স্টিল লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৭ কোটি ৬৯ লাখ টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ৩৭৯ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ১৩৮ কোটি ৩ লাখ টাকা বা ৩৬ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানির ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ১০ টাকা ১০ পয়সা।

আলোচ্য অর্থবছরে এই কোম্পানিটিও বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এই হিসেবে শেয়ারপ্রতি ৫ টাকা হারে কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের মোট ১৮৭ কোটি ৯৮ লাখ টাকা নগদ লভ্যাংশ হিসেবে দেবে। অর্থাৎ আলোচিত অর্থবছরে অর্জিত মুনাফার ৩৬ দশমিক ৩৩ শতাংশ কোম্পানিটি লভ্যাংশ হিসেবে বণ্টন করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৬৩ দশমিক ৬৭ শতাংশই কোম্পানির সংরক্ষিত মুনাফা তহবিলে যোগ হবে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৩২ শতাংশ নগদ হারে মোট ১২০ কোটি ৩০ লাখ টাকা লভ্যাংশ হিসেবে বণ্টন করেছিল।

এমএমএইচ/এআইএস