উৎপাদন বাড়াতে ওরিয়ন ইনফিউশনের নতুন বিনিয়োগ
দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে ইন্ট্রাভেনাস (আইভি) ফ্লুইডস উৎপাদন লাইন সম্প্রসারণের জন্য ২০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এই বিনিয়োগের মধ্যে কোম্পানির চলতি মূলধনের সংস্থানও অন্তর্ভুক্ত রয়েছে।
এক মূল্য সংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি, যা দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমেও বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
বিজ্ঞাপন
কোম্পানিটি জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ এই বিনিয়োগের অনুমোদন দিয়েছে। সম্পূর্ণ প্রকল্পটি কোম্পানির অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়ন করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইকুলি প্ল্যান্টে শিগগিরই এই সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে তা শেষ হবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানিটির প্রত্যাশা, নতুন এই সুবিধাটি চালু হলে তাদের আইভি ফ্লুইডস উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে, যার ফলে এর ক্রমবর্ধমান বাজার চাহিদা আরও ভালোভাবে পূরণ করা সম্ভব হবে। এই সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ২৫ কোটি ৫০ লাখ টাকা বিক্রয় রাজস্ব আসবে, যা কোম্পানির মুনাফাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে, বিনিয়োগের এই ঘোষণার পাশাপাশি কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যা আগের অর্থবছরে হয়েছিল ২ টাকা ৮ পয়সা। গত ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২ পয়সা, যা আগের অর্থবছর শেষে ১৫ টাকা ৪৫ পয়সা ছিল।
ওরিয়ন গ্রুপের এই প্রতিষ্ঠানটি হলো দেশের আইভি স্যালাইন এবং জীবন রক্ষাকারী ইনফিউশন পণ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি, যা বাংলাদেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পণ্য সরবরাহ করে থাকে।
এমএমএইচ/জেডএস