টানা ৭ দিন পর দরপতন থামল, লেনদেন সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন
টানা ৭ কার্যদিবস দরপতন হওয়ার পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে সাতদিন পর এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। তবে এক্সচেঞ্জটির লেনদেন দিনের ব্যবধানে আরো কমে সাড়ে ৪ মাসের সর্বনিম্ন অবস্থানে নেমেছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দরপতন ও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে এক্সচেঞ্জটির লেনদেন পরিমাণ কিছুটা বেড়েছে।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির। বিপরীতে কমেছে ১৪৪টির। আর ৬২টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৯৩টি, ‘বি’ ক্যাটাগরির ৪৫টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৫টি শেয়ার ও ইউনিট রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্টে বেড়ে ৪ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল (সোমবার) লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৮৬১ পয়েন্টে। এর আগে সূচকটি ২ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাত কার্যদিবসে সূচকটি ২৬১ পয়েন্ট কমেছে।
বিজ্ঞাপন
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস দিনের ব্যবধানে ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ১ হাজার ১১ পয়েন্টে। আর ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে উঠেছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৯১০ পয়েন্টে।
সূচক বাড়লেও ডিএসইতে আজ আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ১৬ কোটি ৫৬ লাখ টাকা। এদিন মোট ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এই লেনদেন গত ২৩ জুনের পর সর্বনিম্ন, ওইদিন ২৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। গতকাল এক্সচেঞ্জটিতে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টির দর বেড়েছে এবং কমেছে ৬৮টির। আর ১৩টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।
অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে সিএসসিএক্স সূচকটি ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৪ পয়েন্টে উঠেছে। এছাড়া, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪৭ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ৮৬৬ পয়েন্টে অবস্থান নিয়েছে।
এদিকে আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল সিএসইতে ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।
এমএইএইচ/এসএম