টানা তিন বছর ধরে লোকসানে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আগের বছর লোকসান করার পর নামমাত্র লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তবে ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে এই লোকসান হয়েছিল ৮৫ পয়সা। তার আগের অর্থবছরে যা হয়েছিল ৫২ পয়সা। অর্থাৎ ধারাবাহিকভাবে কোম্পানির লোকসানের বোঝা বড় হচ্ছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ঋণাত্মক ৯৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩০ টাকা ৫৬ পয়সা।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের এজেন্ডাগুলোতে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়াল মাধ্যমেও অংশগ্রহণের সুযোগ থাকবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

এমএমএইচ/এসএম