সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে ১০ জানুয়ারি (রোববার) থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতির কারণে কোম্পানিটির পাইপ তৈরির প্রধান কাঁচামাল পিভিসি রেসিন সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি স্থানীয় বাজারে অস্বাভাবিকভাবে কাঁচামালের দাম বেড়েছে। তাতে উৎপাদন ব্যয়ও বাজার মূল্যের চেয়ে বেড়েছে। এসব কারণে প্রয়োজনীয় পিভিসি রেসিন না থাকায় কোম্পানির উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও উৎপাদিত পণ্য বাজারজাত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

তাই সবদিক বিবেচনা করে কোম্পানিটি ১০ জানুয়ারি থেকে সাময়িক উৎপাদন বন্ধ করে দিয়েছে।

তবে পিভিসি রেসিন সরবরাহ আবার শুরু এবং পরিস্থিতি উন্নতি হলে কোম্পানিটি উৎপাদন শুরু করবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আজিজ পাইপসের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। গত বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ২২ পয়সা।

পরিশোধিত মূলধন ৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকার এ কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৫৩ লাখ ৪৭ হাজার ১২৫টি। এর মধ্যে ৩৩ দশমিক ৮৩ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ৪ দশমিক ৭২ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং বাকি ৬১ দশমিক ৪৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এমআই/এসএম