ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনে শুরু হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৭টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক পয়েন্ট ১৬ আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। এতে প্রথম দেড় ঘণ্টায় ৮৫৮ কোটি ৩৯ লাখ টাকার বেশি শেয়ারের লেনদেন হয়েছে। যেখানে সোমবার এই সময়ে লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি টাকার বেশি শেয়ারের।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৪ লাখ টাকার বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৪১ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিএসইর প্রধান সূচক বেড়ে ২৭৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমআই/এমএইচএস