ইস্টার্ন লুব্রিকেন্টসের এমডি আখতারুল হক
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আখতারুল হক।
কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতিক্রমে গত ৭ জানুয়ারি থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১৯৭৬ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সোমবার (১১ জানুয়ারি) কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯৮৩ টাকায়।
বিজ্ঞাপন
একইদিন আরও দুই কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিসিয়ারি ওনার্স) হিসাবে পাঠানো হয় বলে ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে।
কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এতে বলা হয়, গত বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ বিও হিসাবে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে নাহি অ্যালুমিনিয়াম ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে আট শতাংশ নগদ ও সাত শতাংশ বোনাস। অন্যদিকে, সাইফ পাওয়ারটেক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।
এমআই/এফআর