সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ আগস্ট) লেনদেনের আধা ঘণ্টাতেই বিক্রেতা শূন্য হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার।

কোম্পানগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই তিনটি কোম্পানির শেয়ার কেনার জন্য ক্রেতারা অর্ডার দিলেও বিক্রেতা না থাকায় কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হচ্ছে না।

পেপার প্যাকেজিং কোম্পানির শেয়ার ১২৬ টাকা থেকে দিনের সর্বোচ্চ ১৩৮ টাকা ৩০ পয়সা দরে কিনতে ক্রেতারা অর্ডার দিলেও বিক্রেতা নেই। ১৯৯০ সালে তালিকাভুক্ত কোম্পাটির শেয়ার সোমবার ১২৫ টাকায় লেনদেন হয়েছিল। মঙ্গলবার সেই শেয়ারের দাম ১৩ টাকা বেড়েছে।

একইভাবে ১১১ টাকা ৯০ পয়সায় সোমবার সর্বশেষ লেনদেন হওয়া সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার কিনতে সর্বোচ্চ ১২৩ টাকা দর বসান ক্রেতা। তাতেও বিক্রেতার সাড়া পাওয়া যাচ্ছে না।

এছাড়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার সোমবার সর্বশেষ বিক্রি হয়েছে ১৯ টাকা ৫০ পয়সায়। মঙ্গলবার সর্বোচ্চ ২১ টাকা ৪০ পয়সায় দাম অফার করেও বিক্রেতা নেই শেয়ারটির।

এমআই/জেডএস