সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ২৪ জানুয়ারির মতো এদিন শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তাতে সূচক ও বেশির ভাগ কোম্পানির দাম কমেছে। লেনদেনে দেখা গেছে ধীরগতি। 

দুপুর ১২টা পর্যন্ত দেখা গেছে, বিমা খাতের শেয়ারে প্রায় সব দাম বেড়েছে। আর বাজারের প্রাণ বলে খ্যাত ব্যাংক খাতের সবকটির দাম কমেছে। এ খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, জ্বালানি, ওষুধ ও রসায়ন, মিউচ্যুয়াল ফান্ড, প্রকৌশল খাতের শেয়ারের দাম কমেছে।

ফলে লেনদেনের ২ ঘন্টায় অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনে হয়েছে ৭৬২ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা।

এসময়ে ডিএসইতে ৩৪২টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭১টির, অপরিবর্তিত রয়েছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮২৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট, ডিএস-৩০ সূচক কমেছে ১৬ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি ২ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ১০৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৯৮টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসআরএস