সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২৫ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। রোববারের (২৪ জানুয়ারি) মতো এ দিনও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এ দিন শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল দিনভর। আর এতে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১২৯ পয়েন্ট। এ নিয়ে টানা দুদিন শেয়ারবাজারে দরপতন হলো।

তবে এ দুদিনে ব্যতিক্রম ছিল বেক্সিমকো লিমিটেড ও স্কয়ার ফার্মাসিটিউক্যালসের পাশাপাশি বীমা খাতের বেশিরভাগ কোম্পানি। দাম বৃদ্ধির দাপটে ছিল এসব প্রতিষ্ঠান। আর তাতে সোমবারও বড় দরপতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার।

এ দিন বীমা খাতের তালিকাভুক্ত ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির। অপরিবর্তিত রয়েছে তিনটির শেয়ারের দাম আর কমেছে ২০টির। এছাড়াও বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ইউনিলিভারের শেয়ারের দামও বেড়েছে।

সূচক পতনের দিন সোমবার ডিএসইতে মোট ৩৫৯ প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২০২টির ও অপরিবর্তিত রয়েছে ৮১টির প্রতিষ্ঠানের শেয়ারের দর।

আর তাতে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে আট পয়েন্ট এবং ডিএসইএস সূচক এক পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, রবি আজিয়াটা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, সিটি ব্যাংক,আইএফআইসি ব্যাংক এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, আর কে সিরামিক, ক্রিস্টাল ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, ডমিনেজ, রিপাবলিক ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, এসিআই ফরমুলেশন এবং মার্কেন্টাইল ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১২৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

লেনদেন হয়েছে মোট ৫২ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৬ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা।

এমআই/এফআর