সদ্য সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলখাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

সোমবার (২৫ জানুয়ারি) ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নগদ এই লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে কোম্পানি সচিব কাজী আশিকুর রহমান। তিনি বলেন, ২০২০ সালের জন্য নগদ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর ফলে একটি শেয়ারের বিপরীতে ৩ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

আগের বছর শেয়ারহোল্ডারদের নগদ ৭৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এবার লভ্যাংশ কম দেওয়ার কারণ কি প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার কারণে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে মুনাফা কমেছে। আর তাই কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কম দিয়েছে।

তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭ টাকা ৮৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ ২ টাকা ৫০ পয়সা ইপিএস কমেছে।

ইপিএসের পাশাপাশি বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফএস) ৪ টাকা ৪১ পয়সা কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৮ পয়সায়। ২০১৯ সালে যা ছিল ১৩ টাকা ৫৯ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৯ পয়সা। এর আগের বছর একই সময় ছিল ৩২ টাকা ২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ওইদিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি।

১৯৮৩ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ১৭৯ টাকা ৮০ পয়সায়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে কোম্পানির ৫৭ শতাংশ শেয়ার রয়েছে।

এমআই/জেডএস