চার কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২০২০-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের প্রতিবেদন প্রকাশ করে।
এই চার কোম্পানির মধ্যে সোমবার (২৫ জানুয়ারি) তিন কোম্পানির পরিচালনা পর্ষদে কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। আর একটি কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ করা হয় রোববার (২৪ জানুয়ারি) কোম্পানির বোর্ড সভায়।
বিজ্ঞাপন
# মুনাফা বেড়েছে সোনালী পেপারের
# মুনাফা কমেছে অ্যাপেক্স ফুটওয়্যারের
# লোকসান বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের
# লোকসান কমেছে ন্যাশনাল টিউবসের
চার কোম্পানির মধ্যে দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে কেবল সোনালী পেপারের। দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২০২০-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৮ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৫০ পয়সা।
বিজ্ঞাপন
চলতি বছরের প্রথম ছয় মাসে (জুলাই ২০২০-ডিসেম্বর ২০২০) সোনালী পেপারের ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ১ টাকা ৯৪ পয়সা ছিল।
‘জেড’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১১ টাকা ৫৭ পয়সা।এর আগের বছর একই সময়ে ছিল ২২ টাকা ৮৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১০ টাকা ১৬ পয়সা।
করোনার এই সময়ে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের। ফলে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ইপিএস ছিল ৪ টাকা ১৩ পয়সা। অর্থাৎ মুনাফা কমেছে।
ছয় মাস (জুলাই ২০২০-ডিসেম্বর ২০২০) সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ১৮ পয়সা।
প্রাণঘাতী করোনায় এই প্রান্তিকে প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের লোকসান কমেছে। ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৪ পয়সা। অর্থাৎ লোকসান কমেছে। আর তাতে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১৫৩ টাকা ১৩ পয়সা।
অনধ্যদিকে দ্বিতীয় প্রান্তিকে সিভিওপেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫১ পয়সা। অর্থাৎ লোকসান আরও বেড়েছে।
চলতি বছরের দুই প্রান্তিক (জুলাই ২০২০-ডিসেম্বর ২০২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪০ পয়সা। অর্থাৎ ছয় মাসে কোম্পানির লোকসান হয়েছে ৮৮ পয়সা। এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৪ পয়সা।
এমআই/ওএফ