নিলাম শেষ হওয়া লুব্রিকেন্ট কোম্পানি ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) অফিসিয়াল সময় সকাল ১০টায় আবেদন শুরু হয়। চলবে ১ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত। তবে কিছু কিছু ব্রোকারেজ হাউজ সকাল সাড়ে ৯টা থেকে বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ শুরু করেছে। 

আইপিওতে সাধারণ বিনিয়োগকারী এবং এনআরবি, বিদেশি এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আবেদন করছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ২৭ টাকা দরে আইপিওর শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে।

আর যোগ্য বিনিয়োগকারীদের কাছে ৩০ টাকা দরে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। উত্তোলন করা অর্থ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর খরচ বাবদ ব্যয় করবে কোম্পানিটি।

এই লক্ষ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে যাওয়া কোম্পানির বিডিং শেষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য সাবস্ক্রিপশনের দিন নির্ধারণ করা হয়।

লুব-রেফের কাট-অব প্রাইস নির্ধারণের জন্য গত ১২ অক্টোবর বিকেল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ১৫ অক্টোবর বিকেল ৫টায়। নিলামে সর্বনিম্ন ১৩ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় দর প্রস্তাব করেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৪ জন করে ২৫ টাকা ও ৫৫ টাকা করে দর প্রস্তাব করেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ২৭ টাকায় দর প্রস্তাব করেন।

চট্টগ্রামের এই কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট। এ কোম্পানির সাবক্রিপশনের কিছুদিন পরেই ইনডেক্স অ্যাগ্রোর সাবক্রিপশন শুরু হবে।

এমআই/জেডএস