সূচকের বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।

আগের দুই কার্যদিবসের মতো সকালে শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তাতে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেনে রয়েছে ধীরগতি। 

বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা গেছে, ব্যাংক-বিমা এবং আর্থিক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আর তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৭৬২ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা।

এসময়ে ডিএসইতে ৩৪৪টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২১১টির, অপরিবর্তিত রয়েছে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট, ডিএস-৩০ সূচক কমেছে ৩২ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩১ কোটি ২৩ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ২৪০ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১০৭টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস