বন্ধ রিংসাইনে নতুন পর্ষদ
উৎপাদন বন্ধ থাকা বস্ত্র খাতের কোম্পানি রিংসাইন টেক্সটাইল লিমিটেডের নতুন পর্ষদ গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মেজবাহ উদ্দিনকে (অব.)। তিনি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, ২০১৯ সালের তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদে তিনিসহ মোট ৭ জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবকে বাদ দিয়ে নতুন কর্মকর্তা নিয়োগের নির্দেশনাও নিয়েছে বিএসইসি।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, রিংসাইন কোম্পানির পর্ষদ নতুন করে সাজানো হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই কোম্পানিটিতে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। আশা করছি কোম্পানিটিতে আবারও উৎপাদন শুরু হবে।
বিজ্ঞাপন
নিয়োগপ্রাপ্ত বাকি ছয় পরিচালক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সগীর হোসাইন খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ফোরোজ আলী, পাওয়ার গ্রীডের স্বতন্ত্র পরিচালক ইসতাক আহমেদ শিমুল এবং এভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের সাবেক মহা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
কিছুদিন আগে কোম্পানির উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি, লাভে থাকা কোম্পানি হঠাৎ করে লোকসানের পরিণত হওয়া এবং ব্যবস্থপনার অবস্থা অনুসন্ধানের জন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে বিএসইসি। নিরীক্ষক প্রতিষ্ঠান হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি লিমিটেড।
২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করে রিংসাইন কোম্পানি। এরপর মাত্র ৯ মাসের মাথায় ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে কাঁচামাল ও রফতানি সংকট দেখিয়ে কোম্পানিটি লে-অফ বা বন্ধ ঘোষণা করা হয়। কোম্পানিটির ঢাকার সাভারের ডিইপিজেডে অবস্থিত। কোম্পানির যন্ত্রপাতিসহ নানা সামগ্রী কেনার পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ করার কথা বলে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে।
এমআই/এনএফ