বিক্রেতা সংকটে সূচক বৃদ্ধিতে চলছে লেনদেন
টানা তিন দিন সূচক পতনের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। বিক্রেতার চেয়ে ক্রেতা কম থাকায় সূচক বাড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
তারা বলছেন, পুঁজিবাজারে বিদেশি একটি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে এমন খবরে বুধবার লেনদেনের শুরু হয়। শুরু থেকেই বড় মূলধনী কোম্পানি গ্রামীণফোন, বরি আজিয়াটা কোম্পানির পাশাপাশি ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র এবং মিউচুয়াল ফান্ড খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তাতে সূচকও বেড়েছে। তবে লেনদেনে ধীরগতি দেখা গেছে।
বিজ্ঞাপন
আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৪১ লাখ টাকা। এ সময়ে ডিএসইতে ৩৩৪টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৪১টির। অপরিবর্তিত রয়েছে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ২০ পয়েন্ট।
বিজ্ঞাপন
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৮ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১ কোটি ২৩ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এইচকে