বাংলাদেশ জুড়ে আন্তর্জাতিক চেইন স্কুল তৈরি করতে যাচ্ছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী টি.কে. গ্রুপ। এরই অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিলে তৈরি হচ্ছে তাদের প্রথম স্কুল যা ২০২৩ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করবে। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কলাম্বিয়া শিক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ন তত্ত্বাবধানে গ্লোবাল অফশোর স্কুল প্রোগ্রামের অংশ হিসেবে এই স্কুল গুলো পরিচালিত হবে। শিক্ষা কার্যক্রম ব্রিটিশ কলাম্বিয়া শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষকরাই পরিচালনা করবেন।

তারই অংশ হিসেবে আনজাম আনসার বাজুকে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের (এনএইচসিএস) ডিরেক্টর এবং সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একাডেমিক ও শিক্ষাখাত পরিচালনায় দীর্ঘদিন ধরে সাফল্য রেখেছেন। আনজাম আনসার বাজু ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অ্যাসোসিয়েট প্রফেসর, সাইফুরস গ্রুপ অব কোম্পানির হেড অফ আইইএলটিএস ও সিইও এবং আর্থ হাউজ আল্টারনেটিভ স্কুলের হেড অফ অপারেশেন হিসেবে কর্মরত ছিলেন।

ব্রিটিশ কলাম্বিয়া গ্লোবাল অফশোর স্কুল প্রোগ্রাম থেকে বিগত ৩৫ বছরের বেশি সময় ধরে কয়েক হাজার শিক্ষার্থী ব্রিটিশ কলাম্বিয়া ডগউড ডিপ্লোমা প্রোগ্রাম সম্পূর্ন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন। ব্রিটিশ কলাম্বিয়ার এই শিক্ষা ব্যবস্থা শুধু কানাডা নয় সারা বিশ্ব জুড়েই প্রথম পর্যায়ে রয়েছে। বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়া গ্লোবাল অফশোর স্কুল প্রোগ্রাম বিশ্বের আটটি দেশ যেমন চীন, কলাম্বিয়া, মিশর, ফ্রান্স, জাপান, কাতার, থাইল্যান্ড, বাহরাইন এবং ইউনাইটেড আরব আমিরাতে চালু রয়েছে। বাংলাদেশ ব্রিটিশ কলাম্বিয়া গ্লোবাল অফশোর স্কুল প্রোগ্রামের নবম সদস্য হতে যাচ্ছে। এই প্রোগ্রামটি চালু হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

আইএসএইচ