‘চতুর্থ শিল্পবিপ্লবের মূল লক্ষ্য হওয়া উচিত বৈষম্য কমিয়ে আনা’
চতুর্থ শিল্পবিপ্লবের মূল লক্ষ্য হওয়া উচিত বৈষম্য কমিয়ে আনা বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
শনিবার রাতে ঢাকার উত্তরা ক্লাবে রোটারি ক্লাব অব আবহানিকুঞ্জ ঢাকা আয়োজিত ১২তম ইনস্টালেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
বিজ্ঞাপন
ভিসি বলেন, প্রতিটি শিল্পবিপ্লবে নতুন কিছু এসেছে। তার মনে কি পৃথিবী থেকে আমাদের সকল বিভেদ, বৈষম্য সব উবে গেছে? আমরা যে সাম্য ও সমতার সমাজ চাই সেটি কি চতুর্থ শিল্প বিপ্লবের পথ ধরে নিশ্চিত করতে পারব? চতুর্থ শিল্প বিপ্লব সমতা ও সাম্যের পৃথিবী নিশ্চিত করতে পারবে সেটি নিশ্চিত করে বলা যায় না। তবে বৈষম্য কমিয়ে আনাই হবে প্রধান লক্ষ্য। যতদিন পর্যন্ত প্রতিটি মানুষ একে অন্যের মধ্যে অংশীদারিত্ব নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের এই বিবদমান ধারা চলমান থাকবে।
মশিউর রহমান বলেন, মানবিক এবং মূল্যবোধসম্পন্ন একটি সমাজ গড়াই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেকের মধ্যে সর্বোচ্চ সুন্দরের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এ ক্ষেত্রে রোটারিয়ানদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা সমাজ বদলে দেওয়ার জন্য যে কাজ করছেন সেটি প্রশংসনীয়।
বিজ্ঞাপন
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, অধিকাংশ মানুষ মিলে যা চায় তা হয়। আমরা চাই না যুদ্ধ হোক। আমরা সবাই ভালোবাসার পৃথিবী চাই। আমরা সবাই সুন্দরের অভিলাষী। আগামী প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়াই আমাদের লক্ষ্য। আসুন সবাই মিলে নতুন প্রজন্মের জন্য উন্নত, মানবিক ও আত্মমর্যাদশীল বাংলাদেশ গড়ে তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব আবহানিকুঞ্জ ঢাকা ডিসট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, সম্মানিত অতিথি ছিলেন ফারহানা পারভীন জামান নাতাশা। প্রণব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব আবহানিকুঞ্জ ঢাকার সভাপতি সরদার মোহাম্মদ রবিউল আলম, ইঞ্জিনিয়ার বিজয় প্রাসাদসহ রোটারি ক্লাবের সদস্যরা।
এনএম/এসকেডি