দুর্নীতি রোধে শপথ
বাকেরগঞ্জে দুদকের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি ফখরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ২৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে ছাতা ও স্কেল বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় সংস্থাটির সহকারী পরিচালক মো. রুবেল হাসান প্রধান অতিথি এবং ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান মাসুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল ইসলাম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের সহকারী ইন্সপেক্টর সাঈদ আনোয়ারসহ স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিবাজদের ঘৃণা করার পাশাপাশি নিজেদের মিথ্যা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
বক্তারা দুদকের দুর্নীতি দমন ও প্রতিরোধ কাজ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। শিক্ষার্থীরাও দুর্নীতি ও দুদক সম্পর্কে নিজেদের ধারণা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মিথ্যা বলা থেকে বিরত থেকে এখন থেকেই সততার অভ্যাস গড়তে হবে। শিক্ষকদের কথা শুনতে হবে। স্কুলজীবন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এলাকার যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে দুদকের হটলাইন-১০৬ এ কল করে অভিযোগ জানানো যেতে পারে।
আরএম/এমজে