প্রতিবছরের ন্যায় এবারও ভালো ফলাফল করেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় স্বনামধন্য এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করছে ১ হাজার ১৩৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ। ফেল করেছে মাত্র ৭জন।

অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ৩৭৯জন। যা মোট পাশের ২৮ দশমিক ৬৭ শতাংশ।

ভাল ফলাফল করায় সন্তুষ্টি প্রকাশ করে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমাম হোসাইন বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগ এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এ ফলাফল করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সারাবছর শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যস্ত রাখা হয়। স্কুলের ভিতরে নানা ধরনের ক্লাস টেস্ট, হোম ওয়ার্ক নেওয়া হয়। মোট কথা, বছরব্যাপী নানা ধরনের পরীক্ষা ও মূল্যায়ন নেওয়ার কারণে পরীক্ষার আগে বা বছরের শেষে শিক্ষার্থীদের বাড়তি কোন চাপ থাকে না। এছাড়া দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ কেয়ার (যত্ন) নেওয়া হয়।

এসময় তিনি উত্তীর্ণ সব শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন এবং যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে আবার পড়ালেখা মনোযোগ দিয়ে আগামীতে ভালো ফল করার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

এনএম/পিএইচ