এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামে ৮০৯ পরীক্ষার্থী অনুপস্থিত
এসএসসি পরীক্ষা শুরুর প্রথমদিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৮০৯ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র বলছে, বোর্ডের আওতাধীন জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৫১৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়া কক্সবাজার জেলার ১৪৬ জন, খাগড়াছড়ি জেলার ৬৮ জন রাঙামাটি জেলার ৪০ জন ও বান্দরবান জেলা থেকে ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সারাদেশে একযোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা, শেষ হয় দুপুর একটায়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্র রয়েছে ২১৯টি। প্রথম দিনে ১ লাখ ২৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এমআর/এমএসএ