ইউডার মিডিয়া স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের (সিএমএস) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'ইউডা সিএমএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইউকা)'।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় অ্যালামনাইয়ের প্রথম কমিটি। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের শতাধিক সাবেক শিক্ষার্থী।
বিজ্ঞাপন
২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমানকে। ২৭তম ব্যাচের শিক্ষার্থী কুশল ইয়াসিরকে সাধারণ সম্পাদক এবং ৩২তম ব্যাচের মাহাদী হাসানকে কোষাধ্যাক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে।
সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের উদ্যোগে প্রতিবছর যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক একটি সাময়িকী প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয় এই অনুষ্ঠানে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স, ঢাকা রিজেন্সি, লাফস, ট্রাসবক্স লিমিটেড, বাতেন্স একাডেমি, এক্সফিনিটি ব্রডব্যান্ড, পান্ডা গেজেটস, আই ডিভাইস।
২০০২ সালে যাত্রা শুরু করে ইউডার সিএমএস বিভাগ। দীর্ঘ ২২ বছরে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করেছেন এই বিভাগে। তারা কর্মরত আছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। ২০১৫ সালের ২৫ এপ্রিল বিভাগের সাবেক শিক্ষার্থীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেন। এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটির তালিকাও প্রকাশ করা হয়। এরপর ২০১৭ সালের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান। সেই উদ্যােগেরই সর্বশেষ ফলস্বরূপ শুক্রবার ঘোষণা করা হলো সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম।
ইউকা মূলত সাবেক সব শিক্ষার্থীদের মেলবন্ধনের সেতু হয়ে কাজ করবে। সংগঠনের উদ্যোক্তারা বলছেন, অ্যাসোসিয়েশনের মাধ্যমে যোগাযোগ ও গণমাধ্যম খাতের পেশাগত উন্নয়ন শীর্ষক সমাবেশ, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্য অ্যাসোসিয়েশনের অর্থায়নে মেধাভিত্তিক বৃত্তি ও শিক্ষাঋণ চালুর উদ্যোগ নেবে ইউকা।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ৭ম ব্যাচের ফজলে রাব্বি ডন (আরটিভি), ১০ম ব্যাচের আরাফাত সিদ্দিকী সোহাগ (এটিএন নিউজ), ১২তম ব্যাচের প্লাবন রহমান (নিউজ টোয়েন্টিফোর)।
যুগ্ম সম্পাদক হিসেবে আছেন ২৬তম ব্যাচের রাজু হামিদ (নাগরিক টিভি), ২৪তম ব্যাচের মিজানুর রহমান (গবেষণা শিক্ষার্থী, জাপান), ১৩তম ব্যাচের মাবরুর রশিদ বান্না (নাট্য নির্মাতা)। এছাড়া উপ-কোষাধ্যক্ষ ৩৮ ব্যাচের আব্দুল্লাহ আল মামুন দুর্বার (প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক ২৬তম ব্যাচের এসএম ইকবাল (সময় টিভি), সহ সাংগঠনিক ৩৮তম ব্যাচের আরিফ সজীব (ব্যবসায়ী), দপ্তর সম্পাদক ৪১ ব্যাচের দ্বীন ইসলাম চিশতী (যমুনা টিভি), ক্রীড়াবিষয়ক সম্পাদক ২৮ ব্যাচের সাজিদ আরাফাত (এখন টিভি), নারীবিষয়ক সম্পাদক ৩৪তম ব্যাচের ফাহমিদা তাপসী (কালের কণ্ঠ), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ৪২ ব্যাচের ওয়ালিউল সাকিব (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ৪৫তম ব্যাচের আরজে শাওন (ওয়াটারমার্ক), সমাজ কল্যাণ সম্পাদক ২৮ ব্যাচের মিথুন দাস কাব্য (ট্রাসবক্স লিমিটেড), সাংস্কৃতিক সম্পাদক ২৬তম ব্যাচের মৃদুল পাল (ব্যবসায়ী) এবং ছাত্র বিষয়ক সম্পাদক ৩৬তম ব্যাচের আদনান আহমেদ আরজু (এখন টিভি)।
এছাড়া কমিটির কার্যকরী সদস্য হিসেবে আছেন ৯ম ব্যাচের সামিউস সাকিব ইভান (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো), ১৫ ব্যাচের এন এইচ বাতেন (ব্যবসায়ী), ২৫তম ব্যাচের তালাত মাহমুদ তোশান (ব্যবসায়ী), ২৭তম ব্যাচের দীপু মালাকার (প্রথম আলো), ২৯তম ব্যাচের রিশাদ হাসান (নগদ), ২৯তম ব্যাচের আল তানভীর নেওয়াজ (আহসানিয়া মিশন) এবং ৩৪তম ব্যাচের নাজমুল হক চৌধুরী মুন্না (আর্ট ডিরেক্টর)।
এমএইচএন/জেডএস