সিটি ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে বিভিন্ন ব্যাচের মোট ৯ হাজার ৫৯২ জনকে সনদ প্রদান করা হয়েছে। এছাড়াও তিন শিক্ষার্থীকে চ্যান্সেলর’স স্বর্ণপদক এবং ৯ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর’স স্বর্ণপদক দেওয়া হয়।

শনিবার (১১ মে) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ সমাবর্তনে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সমাবর্তন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ব্রিগেডিয়ার (অব.) জেনারেল অধ্যাপক ড. মো. লূৎফর রহমান।

এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থীকে চ্যান্সেলর’স স্বর্ণপদক এবং ৯ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর’স স্বর্ণপদক দেওয়া হয়। চ্যান্সেলর’স স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন– ইংরেজি বিভাগের সাদিয়া আফরিন তোয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আফসানা রহমান ইতি এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আফরোজা খানম।

এছাড়াও সমাবর্তন থেকে বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন ব্যাচের মোট ৯ হাজার ৫৯২ জনকে সনদ প্রদান করা হয়।

এনএম/এসএসএইচ