সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তের প্রতিবাদে ব্রিফিং ডেকেছেন শিক্ষকরা
সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ এবং বাতিলের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এবার ঠিক করা হয়েছে নতুন কর্মপরিকল্পনা। নতুন পরিকল্পনা ঘোষণা করতে আগামীকাল সোমবার (২০ মে) সংবাদ সম্মেলনে ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (১৯ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন (এস.আর.ও নং-৪৭-আইন/২০২৪) জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগামী ১ জুলাই এবং তৎপরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
এতে বলা হয়, নতুন পদ্ধতি বাতিলের দাবিতে ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করার জন্য আগামীকাল সোমবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ফেডারেশন একটি সংবাদ সম্মেলনের ডাকা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। একই দাবিতে কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতি।
এনএম/কেএ