জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন ঢাকার তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ।

জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল তাকে আগামী ২ বছর জন্য সিনেটের সদস্য মনোনীত করেছে।

বুধবার (২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক হারুন-অর-রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ১৭তম বিসিএস (শিক্ষা ক্যাডার) ও ১৮তম বিসিএস (ফ্যামিলি প্লানিং ক্যাডার)-এ যোগদান করেন।

পরে ২০০০ সালে তিনি তেজগাঁও কলেজে প্রভাষক, ২০১৪-এ উপাধ্যক্ষ এবং ২০২২ থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালে পিএইচডি অর্জন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

এনএম/পিএইচ