আমরাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি : সাবেক সিইসি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, আমরা যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম বা এখনো আছি আমরা আমাদের ব্যক্তি স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছি। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছি, ধর্মীয় মূল্যবোধকে জলাঞ্জলি দিয়েছি, দুর্নীতিকে আঁকড়ে ধরেছি যার ফলে সমাজের এতো বিশৃঙ্খলা, এতো বৈষম্য। দেশের বেশিরভাগ মানুষ খুবই কষ্টে আছে কিন্তু বলতে পারছে না।
শনিবার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে গভর্নেন্স এবং পলিসি রিসার্চ কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অর্থনীতি বিশ্লেষক ইকতেদার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নেন্স এবং পলিসি রিসার্চের আহ্বায়ক মোহাম্মদ আবদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে আমাদের এই সমস্যাগুলো থেকে মুক্তির পথ খুঁজতে হবে। সৎ, সাহসী ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে, তাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এ কাজে দেশের সকলকে এগিয়ে আসতে হবে, তা না হলে আমরা সবাই তথা দেশটাই কঠিন সমস্যার সম্মুখীন হতে বাধ্য।
বিজ্ঞাপন
ওএফএ/এসকেডি