জবি ‘বি’ ইউনিটে উপস্থিতির হার ৮১ শতাংশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৩ শিফটের উপস্থিতির হার ৮১ শতাংশ। তিন শিফটে সর্বমোট বিন্যাসকৃত শিক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৬ জন। যার মধ্যে উপস্থিত ছিলেন ৩৪ হাজার ৯৮২ জন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) পরীক্ষা শেষে সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটি এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
এদিন প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং তৃতীয় শিফটে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।
জানা যায়, প্রথম শিফটে বিন্যাসকৃত পরীক্ষার্থী ছিলেন ১৫ হাজার ১৩৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ১৩৯ জন। দ্বিতীয় শিফটে বিন্যাসকৃত পরীক্ষার্থী ছিলেন ১৫ হাজার ১৩৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১২ হাজার ৯৫৬। তৃতীয় শিফটে বিন্যাসকৃত পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ৬৯৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৮৭৭ জন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এই পরীক্ষার ফলল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এবারের ফল শিফটভিত্তিক ঘোষণা করা হবে।
চার বছর পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়েছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।
এমএল/জেডএস