কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সনদধারীদের সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

সোমবার (৫ মে) দুপুরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবিগুলো তুলে ধরে কওমি মাদ্রাসা বোর্ডের ৯ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান।

বৈঠকে দাওরায়ে হাদিস সনদের স্বীকৃতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক পদে নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ, সশস্ত্র বাহিনী ও কারাগারে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ এবং নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগের সুযোগ দেওয়া।

এর আগে, একই দিন বেলা ১১টায় অনুষ্ঠিত ‘দাওরায়ে হাদিস সনদ কার্যকর বিষয়ক সাব কমিটির বৈঠকে এসব সুপারিশ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

সভায় সিদ্ধান্ত হয়, দাওরায়ে হাদিস সনদধারীরা ‘ইসলামিক স্টাডিজ’ ও ‘আরবি’ বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল ও পিএইচডি করার সুযোগ পাবেন। একইসঙ্গে ‘ইসলামিক স্টাডিজ’ ও ‘আরবি’ ছাড়া অন্যান্য বিষয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ারও সুপারিশ করা হয়।

সভায় কওমি মাদ্রাসার স্বকীয়তা ও স্বাধীনতা বজায় রাখার ওপর জোর দিয়ে বলা হয়, দারুল উলুম দেওবন্দের আট মূলনীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং সরকারকে কওমি শিক্ষাব্যবস্থায় হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হয়।

সাবকমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী।

কওমি সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক : ধর্ম উপদেষ্টা

অন্যদিকে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে। তাদের নৈতিক শিক্ষা ও সৃজনশীলতাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হলে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন,  সরকার কওমি মাদ্রাসার স্বীকৃত সনদ বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তবে একটি সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে এ বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন। সেলক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি প্রতিনিধি দলকে জানান। এছাড়া, এ সনদ বাস্তবায়নে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

আরএইচটি/এমএ