প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে পালিত হলো বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং ফ্রেন্ডশিপ। 

এতে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা প্রদানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ‘মাল্টিমিডিয়া টকিং বই’ সম্মাননা পেয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, আমরা ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপে ডিজিটাল অভিগম্যতাকে সুস্পষ্টভাবে স্থান দিয়েছি। যা সরকারি নীতির সঙ্গে প্রযুক্তির সমন্বয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ। পাশাপাশি আমরা ইতোমধ্যে প্রযুক্তিগত মানদণ্ড, সিকিউরিটি এবং ইনক্লুসিভ ডিজাইন—এই তিনটি স্তরে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির সংস্থান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছি। তিনি এটুআই-এর ডিজিটাল এক্সেসিবিলিটি উদ্ভাবনগুলোর প্রশংসা করেন এবং তা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পরা জনপদের কাছে পোঁছে দিতে আহ্বান জানান।

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের উচিত তাদের অনলাইন পোর্টালগুলোতে ডিজিটাল এক্সেসিবিলিটি ফিচার সংযুক্ত করা। এর জন্য নতুন সিস্টেম না তৈরি করেই খুবই সহজেই এই সেবাটি সংযোজন করা যায়।

পরে দিবসটি উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা তুলে দেওয়া হয়। এ বছর সম্মাননা পেয়েছে গ্রামীণফোনের সাইনলাইন (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য ইশারা ভাষা অনলাইন কাস্টমার সার্ভিস), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া টকিং বই এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতিবন্ধীবান্ধব ডিজিটাল ব্যাংকিং সেবা- ‘সেলফিন’ অ্যাপ। এনসিটিবির পক্ষে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর রবিউল কবীর চৌধুরী এই সম্মাননা গ্রহণ করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল এবং ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের ঊর্ধ্বতন পরিচালক আয়েশা তাসিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ও এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এটুআই এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম।

আরএইচটি/এমএ