ঈদুল আজহার আগেই উৎসব, চিকিৎসা, বাড়িভাড়া ভাতা দেওয়াসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।

শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের চেয়ারম্যান শেখ কাওছার আহমেদ বলেন, দুঃখ নিয়ে বলতে চাই, ক্লাসরুমে অবস্থান না করে আজ আমরা এখানে অবস্থান নিতে বাধ্য হয়েছি। এবং সেটা পেটের দায়েই। সরকারকে বলতে চাই, এভাবে অবস্থান কর্মসূচি চলতে থাকলে সামনে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় স্থবিরতা নেমে আসবে। ঈদের আগে আমাদের দাবি-দাওয়া না মানা হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

তিনি বলেন, বাড়িভাড়া কীভাবে দেওয়া হবে, সেটা নিয়ে সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসুক। দেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থার মাত্র ৩ শতাংশ সরকারি শিক্ষক, বাকিরা বেসরকারি শিক্ষক। এই বেসরকারি শিক্ষকদের যদি বঞ্চিত রাখা হয়, তাহলে দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি সাধন করতে পারবে না। মেধাবীদের শিক্ষক পেশায় টানতে হলে, যথেষ্ট সুযোগ সুবিধা দিতে হবে।

তিনি আরো বলেন, ৫ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারী চরম বৈষম্যের শিকার। অথচ আমরা এখনো মে মাসের বেতন পাইনি। সরকারকে বলতে চাই, যদি আমাদের দাবি-দাওয়া না মানা হয়, তাহলে আমরা সচিবালয় ঘেরাও করবো। না হলে শাহবাগে আন্দোলন করতে বাধ্য হবো।

ওএফও/জেডএস