ঈদ-গ্রীষ্মের ছুটিতে ১৬ দিন বন্ধ থাকবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে আগামী ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়েছে, ঈদের ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি একত্রিত করে মোট ১৬ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন অনুযায়ী দপ্তর অথবা শাখাগুলো দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী খোলা থাকতে পারে। এ ছাড়া, নিরাপত্তায় নিয়োজিত আনসার ও প্রহরীদের দায়িত্ব যথারীতি পালন করতে বলা হয়েছে।
ছুটির এই অফিস আদেশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সব দপ্তর প্রধান, ভাইস চ্যান্সেলর ও প্রো-ভিসির একান্ত সচিব, ট্রেজারার অফিস, সংশ্লিষ্ট সব ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আরএইচটি/এমজে