দেশের চারটি সিটি করপোরেশনের আওতাধীন ২৫টি থানা মাধ্যমিক শিক্ষা অফিসে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লাখ টাকা।

সম্প্রতি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের আওতায় বরাদ্দ করা এই অর্থে উপবৃত্তি কার্যক্রমে ব্যবহৃত আনুষঙ্গিক খরচ (যেমন— মুদ্রণ ও মনিহারি) মেটানো হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশনের গুলশান, ধানমন্ডি, মিরপুর, লালবাগ, শাহআলী, মোহাম্মদপুর, মতিঝিল, রমনা, ডেমরা, বাড্ডা, উত্তরা, পল্লবীসহ মোট ১৬টি থানার জন্য বরাদ্দ হয়েছে ১ লাখ ৯২ হাজার টাকা।

এ ছাড়া, রাজশাহী সিটি করপোরেশনের বোয়ালিয়া ও মতিহার থানার জন্য ২৪ হাজার টাকা, খুলনা সিটি করপোরেশনের কোতয়ালী ও খানজাহান আলী থানার জন্যও ২৪ হাজার টাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচলাইশ, বায়েজিদ, পাহাড়তলী ও কর্ণফুলী থানার জন্য বরাদ্দ হয়েছে ৬০ হাজার টাকা।

স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হকের সই করা চিঠিতে বলা হয়েছে, এ অর্থ বরাদ্দ করা থানা শিক্ষা অফিসগুলোতে উপবৃত্তি কার্যক্রমের আনুষঙ্গিক ব্যয় নির্বাহে ব্যয় করতে হবে। ব্যয়ের ক্ষেত্রে সরকারি বিধি অনুসরণ করতে হবে এবং নির্ধারিত ভ্যাট ও কর কেটে চলতি বছরের ৩০ জুনের মধ্যে ব্যয় শেষ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, অব্যয়িত অর্থ যথাসময়ে উপজেলা বা জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিতে হবে এবং খরচের হিসাব স্কিম কার্যালয়ে পাঠাতে হবে।

আরএইচটি/এসএম