করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক সভা এখন থেকে সরাসরি নয়, বরং অনলাইন প্ল্যাটফর্ম— বিশেষ করে জুম অ্যাপসের মাধ্যমে আয়োজন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো দপ্তরে প্রবেশের সময় সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বিশেষ করে— ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ট্রেজারারের অফিসে প্রবেশের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দপ্তরের বাইরে তিনজনের বেশি একত্রিত না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের এক্ষেত্রে সচেতন থাকতে বলা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি না হয়।

এতে আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা দেবে, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর অথবা আইইডিসিআর-এর হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী কোভিড পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত জানানোর জন্যও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ে আসা সেবাগ্রহীতাদের ক্ষেত্রেও কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক পরা এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে কেউ নিয়ম ভঙ্গ করতে না পারে।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এর পর থেকে দেশে কয়েক দফায় সংক্রমণ বেড়েছে এবং জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। সরকারিভাবে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং জনসমাগম এড়ানোসহ স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা দেওয়া হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংক্রমণ হ্রাস পাওয়ায় এসব বিধিনিষেধ অনেকাংশে শিথিল করা হয়।

সম্প্রতি দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। এরপরই আবার সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

আরএইচটি/এমএন