ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২৭ জুন
দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৫।
শুক্রবার (২৭ জুন) ঢাকার গুলশানের দি ওয়েস্টিন হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ এক্সপো চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এক্সপোটি উন্মুক্ত। অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ পাবেন। এছাড়াও, তাৎক্ষণিক আবেদন, অ্যাপ্লিকেশন ফি মওকুফ, স্টুডেন্ট ভিসা তথ্য ডেস্ক থেকে সহায়তা এবং আর্থিক পরিকল্পনা সম্পর্কিত পরামর্শ পাওয়া যাবে।
নভেম্বর ২০২৫, ফেব্রুয়ারি ও জুলাই ২০২৬ সেশনের জন্য শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। একাডেমিক যোগ্যতা ও স্কলারশিপ নীতিমালার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ স্কলারশিপ পাওয়ার সুযোগও থাকবে।
বিজ্ঞাপন
এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের অফিস থেকে বিনামূল্যে বিভিন্ন সেবা যেমন বিশ্ববিদ্যালয়ে আবেদন, স্কলারশিপ ও ভিসা প্রসেসিং সংক্রান্ত সহযোগিতা পাবেন।
এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের পরিচালক সজ্জাদুর রহমান বলেন, বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত করার সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। বিশ্বমানের শিক্ষা অর্জনের পথ সহজ করাই আমাদের লক্ষ্য।
এক্সপোতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। বিস্তারিত জানতে ভিজিট করুন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের ওয়েবসাইট অথবা ফেসবুক পেইজে।
এমএইচএন/এমএন