ইউআইইউ
বহিষ্কারাদেশ প্রত্যাহারে আল্টিমেটাম, না মানলে কাল অনশন ও ‘বাংলা ব্লকেড’
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের চলমান অবরোধ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেছেন। তবে দাবি না মানলে কাল অনশন ও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (২১ জুন) সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি তুলে নিলেও দাবি আদায়ে চাপ অব্যাহত রেখেছেন।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা জানিয়েছেন, রাত ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বহিষ্কারাদেশ ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে নোটিশ না দেয়, তাহলে রোববার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করবে। একইসঙ্গে বেলা ১১টা থেকে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা বলেন, শনিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাদের বৈঠক চলছে। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাত ৮টার মধ্যে দাবি মানার সময়সীমা বেঁধে দিয়েছেন।
এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহত্তর শিক্ষার্থীর স্বার্থে দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করবেন।
তারা বলেন, এই আন্দোলন আমাদের অধিকারের জন্য, কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থের জন্য নয়। আমরা চাই শিক্ষা ও মতপ্রকাশের পরিবেশ বজায় থাকুক, কর্তৃপক্ষ যেন শিক্ষার্থীদের কণ্ঠরোধ না করে বরং যৌক্তিক দাবি মেনে নিয়ে শুভ বোধে ফিরে আসে।
এর আগে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, ছাত্রদের বহিষ্কার, মতপ্রকাশে বাধা এবং প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নানা রকম হয়রানির শিকার হচ্ছেন তারা। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। যা নিয়ে আজ সড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করা হয়েছে।
আরএইচটি/এমএসএ