এমএমসি অ্যাপে ত্রুটি, বিকল্প উপায়ে ক্লাস তথ্য চাইল মাউশি
যান্ত্রিক ত্রুটির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাল্টিমিডিয়া ক্লাস (এমএমসি) আপলোড কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে মাঠপর্যায়ের শিক্ষকরা এমএমসি অ্যাপে শ্রেণি কার্যক্রম আপলোড করতে পারছেন না। এ অবস্থায় বিকল্প উপায়ে এবছরের এপ্রিল-জুন মেয়াদের মাল্টিমিডিয়া ক্লাস তথ্য সংগ্রহ ও দাখিলের নির্দেশ দিয়েছে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (এমইডব্লিউ) উইং।
সম্প্রতি এক অফিস আদেশে মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) কাজী মো. আবু কাইয়ুম এই নির্দেশনা দেন। আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্বপূর্ণ একটি সূচক হলো মাঠপর্যায়ের মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের তথ্য। এমএমসি অ্যাপে যান্ত্রিক ত্রুটির কারণে তা নিয়মিতভাবে সংরক্ষণ ও মনিটরিং সম্ভব হচ্ছে না। এ কারণে বিকল্প ব্যবস্থায় তথ্য সংগ্রহ করে ১ জুলাইয়ের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইলে (director.mew@gmail.com) পাঠাতে হবে।
বিজ্ঞাপন
এই প্রক্রিয়ার অংশ হিসেবে আঞ্চলিক উপ-পরিচালকদের (মাধ্যমিক) নিজ নিজ অঞ্চলের উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির এপ্রিল-জুন মেয়াদের ক্লাস তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। তথ্যগুলো নির্ধারিত ছকে সার-সংক্ষেপ আকারে তৈরি করে মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে আঞ্চলিক উপ-পরিচালক ছাড়া মাঠপর্যায়ের কোনো শিক্ষা কর্মকর্তা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি এ সংক্রান্ত কোনো তথ্য মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং বরাবর পাঠানোর প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএ