শিক্ষা উপদেষ্টা
করোনা, ডেঙ্গু ও দুর্যোগ বিবেচনায় পরীক্ষা, নেই প্রশ্নফাঁসের ঝুঁকি
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, সারা দেশে শুরু হওয়া ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মাথায় রেখে পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের কোনো ঝুঁকি নেই।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, আমরা আগের এসএসসি পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও একটি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে এইচএসসি পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর। করোনা, ডেঙ্গু এবং বর্ষাকালের সম্ভাব্য দুর্যোগ মাথায় রেখে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা জানান, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। এই বিশাল সংখ্যক শিক্ষার্থী দেশের ৯ হাজার ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৮০০টি কেন্দ্রে। মোট পরীক্ষার্থীর ৫০ দশমিক ৬ শতাংশ মেয়ে ও ৪৯ দশমিক ৪ শতাংশ ছেলে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শুধু শিক্ষা বোর্ড নয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও একাধিক বৈঠক হয়েছে। তারা সক্রিয়ভাবে সহায়তা করছে। আজকের পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে শুরু হওয়ায় আমরা সন্তুষ্ট। আশা করি, একই পরিবেশে আমরা পুরো পরীক্ষা শেষ করতে পারব।
কোনো ধরনের যানজটে শিক্ষার্থীদের যেন ভোগান্তি না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আগেভাগেই আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
তিনি বলেন, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও যদি কোথাও সমস্যা তৈরি হয়, আমরা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করব।
বর্ষা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেঙ্গু ও করোনা সংক্রমণ যেন পরীক্ষা বিঘ্ন না ঘটায়, সে বিষয়েও নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ড. আবরার।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, দুষ্টুচক্র সবসময় সক্রিয় থাকে। তবে যেভাবে আমরা এসএসসি পরীক্ষা নিরাপদে সম্পন্ন করেছি, সেভাবেই এইচএসসিও সফলভাবে শেষ করতে পারব। আমাদের ধারণা, প্রশ্নফাঁসের কোনো ঝুঁকি নেই।
পরীক্ষা শেষের পর দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, আমরা চেষ্টা করব দ্রুতই ফল প্রকাশ করতে।
এসময় সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।
আরএইচটি/জেডএস