বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে এন্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ৮ জুলাই, ২০২৫ মঙ্গলবার বিইউবিটি ক্যাম্পাসে এই বাস সার্ভিস উদ্বোধন করা হয়। 

বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সহজলভ্য পরিবহন সুবিধা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বাস সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তার বক্তব্যে তিনি শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষায় সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান আহমেদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা অধ্যাপক মো: আবু সালেহ। তার বক্তব্যে তিনি শিক্ষাক্ষেত্রে নিরবচ্ছিন্ন যাতায়াতের গুরুত্ব তুলে ধরেন। 

এ ছাড়াও বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ এ. এফ. এম. সরওয়ার কামাল, লেফটেন্যান্ট জেনারেল ড. এ কে এম জাফরুল্লাহ সিদ্দিক (অব.), তাহমিনা আজম এবং ড. কাজী নূর-উল-ফেরদৌস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ এবং যুগ্ম পরিচালক (হিসাব বিভাগ) মো. সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে এবং উদযাপনকে আরও অর্থবহ করে তোলে।

এই নতুন বাস সার্ভিস বিশ্ববিদ্যালয় পরিবারের যাতায়াতজনিত দুর্ভোগ কমাতে এবং সময়মতো ক্লাস ও কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিইউবিটির এই উদ্যোগ একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিরবিচার প্রচেষ্টার প্রতিফলন।